আল কোরআন ১০৫)সূরা ফীল( মক্কায় অবতীর্ণ ) আয়াত সংখাঃ ৫
সূরা ফীল (الفيل), আয়াত: ১أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَٰبِ ٱلْفِيلِ
উচ্চারণঃ আলাম তারা কাইফা ফা‘আলা রাব্বুকা বিআসহা-বিল ফীল।
অর্থঃ আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তীবাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন?
সূরা ফীল (الفيل), আয়াত: ২
أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِى تَضْلِيلٍ
উচ্চারণঃ আলাম ইয়াজ‘আল কাইদাহুম ফী তাদলীল
অর্থঃ তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি?
সূরা ফীল (الفيل), আয়াত: ৩
وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ
উচ্চারণঃ ওয়া আরছালা ‘আলাইহিম তাইরান আবা-বীল।
অর্থঃ তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখী,
সূরা ফীল (الفيل), আয়াত: ৪
تَرْمِيهِم بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ
উচ্চারণঃ তারমীহিম বিহিজা-রাতিম মিন ছিজ্জীল।
অর্থঃ যারা তাদের উপর পাথরের কংকর নিক্ষেপ করছিল।
সূরা ফীল (الفيل), আয়াত: ৫
فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍۭ
উচ্চারণঃ ফাজা‘আলাহুম কা‘আসফিম মা’কূল।
অর্থঃ অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণসদৃশ করে দেন।
إرسال تعليق