আল কোরআন ১০৬) সূরা কোরাইশ ( মক্কায় অবতীর্ণ )  আয়াত সংখাঃ ৪ 


সূরা কুরাইশ (قريش), আয়াত: ১

لِإِيلَٰفِ قُرَيْشٍ

উচ্চারণঃ লিঈলা-ফি কুরাইশ।

অর্থঃ কোরাইশের আসক্তির কারণে,

সূরা কুরাইশ (قريش), আয়াত: ২

إِۦلَٰفِهِمْ رِحْلَةَ ٱلشِّتَآءِ وَٱلصَّيْفِ

উচ্চারণঃ ঈলা-ফিহিম রিহলাতাশশিতাই ওয়াসসাঈফ।

অর্থঃ আসক্তির কারণে তাদের শীত ও গ্রীষ্মকালীন সফরের।

সূরা কুরাইশ (قريش), আয়াত: ৩

فَلْيَعْبُدُوا۟ رَبَّ هَٰذَا ٱلْبَيْتِ

উচ্চারণঃ ফালইয়া‘বুদূরাব্বা হা-যাল বাঈত।

অর্থঃ অতএব তারা যেন এবাদত করে এই ঘরের পালনকর্তার

সূরা কুরাইশ (قريش), আয়াত: ৪

ٱلَّذِىٓ أَطْعَمَهُم مِّن جُوعٍ وَءَامَنَهُم مِّنْ خَوْفٍۭ

উচ্চারণঃ আল্লাযীআতা‘আমাহুম মিন জূ‘ইওঁ ওয়া আ-মানাহুম মিন খাওফ।

অর্থঃ যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন এবং যুদ্ধভীতি থেকে তাদেরকে নিরাপদ করেছেন।


Post a Comment

أحدث أقدم