আল কোরআন ১০৩) সূরা আছর ( মক্কায় অবতীর্ণ ) আয়াত সংখাঃ ৯
সূরা আছর (العصر), আয়াত: ১
وَٱلْعَصْرِ
উচ্চারণঃ ওয়াল ‘আসর।
অর্থঃ কসম যুগের (সময়ের),
সূরা আছর (العصر), আয়াত: ২
إِنَّ ٱلْإِنسَٰنَ لَفِى خُسْرٍ
উচ্চারণঃ ইন্নাল ইনছা-না লাফী খুছর।
অর্থঃ নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত;
সূরা আছর (العصر), আয়াত: ৩
إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ وَتَوَاصَوْا۟ بِٱلْحَقِّ وَتَوَاصَوْا۟ بِٱلصَّبْرِ
উচ্চারণঃ ইল্লাল্লাযীনা আ-মানূওয়া ‘আমিলুসসা-লিহা-তি ওয়া তাওয়া-সাওবিল হাক্কি ওয়া তাওয়া-সাও বিসসাবরি।
অর্থঃ কিন্তু তারা নয়, যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং পরস্পরকে তাকীদ করে সত্যের এবং তাকীদ করে সবরের।
Post a Comment