আল কোরআন ১০২)সূরা তাকাসূর ( মক্কায় অবতীর্ণ ) আয়াত সংখাঃ ৮ 


সূরা তাকাসুর (التكاثر), আয়াত: ১

أَلْهَىٰكُمُ ٱلتَّكَاثُرُ

উচ্চারণঃ আলহা-কুমুত্তাকা-ছু র।

অর্থঃ প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল রাখে,

সূরা তাকাসুর (التكاثر), আয়াত: ২

حَتَّىٰ زُرْتُمُ ٱلْمَقَابِرَ

উচ্চারণঃ হাত্তা-ঝুরতুমুল মাকা-বির।

অর্থঃ এমনকি, তোমরা কবরস্থানে পৌছে যাও।

সূরা তাকাসুর (التكاثر), আয়াত: ৩

كَلَّا سَوْفَ تَعْلَمُونَ

উচ্চারণঃ কাল্লা-ছাওফা তা‘লামূন।

অর্থঃ এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে।

সূরা তাকাসুর (التكاثر), আয়াত: ৪

ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ

উচ্চারণঃ ছু ম্মা কাল্লা-ছাওফা তা‘লামূন।

অর্থঃ অতঃপর এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে।

সূরা তাকাসুর (التكاثر), আয়াত: ৫

كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ ٱلْيَقِينِ

উচ্চারণঃ কাল্লা-লাও তা‘লামূনা ‘ইলমাল ইয়াকীন।

অর্থঃ কখনই নয়; যদি তোমরা নিশ্চিত জানতে।

সূরা তাকাসুর (التكاثر), আয়াত: ৬

لَتَرَوُنَّ ٱلْجَحِيمَ

উচ্চারণঃ লাতারাউন্নাল জাহীমা

অর্থঃ তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে,

সূরা তাকাসুর (التكاثر), আয়াত: ৭

ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ ٱلْيَقِينِ

উচ্চারণঃ ছু ম্মা লাতারাউন্নাহা-‘আইনাল ইয়াকীন।

অর্থঃ অতঃপর তোমরা তা অবশ্যই দেখবে দিব্য প্রত্যয়ে,

সূরা তাকাসুর (التكاثر), আয়াত: ৮

ثُمَّ لَتُسْـَٔلُنَّ يَوْمَئِذٍ عَنِ ٱلنَّعِيمِ

উচ্চারণঃ ছু ম্মা লাতুছআলুন্না ইয়াওমাইযিন ‘আনিন্না‘ঈম।

অর্থঃ এরপর অবশ্যই সেদিন তোমরা নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে।


Post a Comment

Previous Post Next Post