আল কোরআন  ১০৯) সূরা কাফিরুন ( মক্কায় অবতীর্ণ )  আয়াত সংখাঃ ৬ 


সূরা কাফিরুন (الكافرون), আয়াত: ১

قُلْ يَٰٓأَيُّهَا ٱلْكَٰفِرُونَ

উচ্চারণঃ কুল ইয়াআইয়ুহাল কা-ফিরূন।

অর্থঃ বলুন, হে কাফেরকূল,

সূরা কাফিরুন (الكافرون), আয়াত: ২

لَآ أَعْبُدُ مَا تَعْبُدُونَ

উচ্চারণঃ লাআ‘বুদুমা-তা‘বুদূন।

অর্থঃ আমি এবাদত করিনা, তোমরা যার এবাদত কর।

সূরা কাফিরুন (الكافرون), আয়াত: ৩

وَلَآ أَنتُمْ عَٰبِدُونَ مَآ أَعْبُدُ

উচ্চারণঃ ওয়ালাআনতুম ‘আ-বিদূনা মাআ‘বুদ।

অর্থঃ এবং তোমরাও এবাদতকারী নও, যার এবাদত আমি করি

সূরা কাফিরুন (الكافرون), আয়াত: ৪

وَلَآ أَنَا۠ عَابِدٌ مَّا عَبَدتُّمْ

উচ্চারণঃ ওয়ালাআনা ‘আ-বিদুম মা-‘আবাত্তুম,

অর্থঃ এবং আমি এবাদতকারী নই, যার এবাদত তোমরা কর।

সূরা কাফিরুন (الكافرون), আয়াত: ৫

وَلَآ أَنتُمْ عَٰبِدُونَ مَآ أَعْبُدُ

উচ্চারণঃ ওয়ালাআনতুম ‘আ-বিদূনা মাআ‘বুদ।

অর্থঃ তোমরা এবাদতকারী নও, যার এবাদত আমি করি।

সূরা কাফিরুন (الكافرون), আয়াত: ৬

لَكُمْ دِينُكُمْ وَلِىَ دِينِ

উচ্চারণঃ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন।

অর্থঃ তোমাদের কর্ম ও কর্মফল তোমাদের জন্যে এবং আমার কর্ম ও কর্মফল আমার জন্যে।

Post a Comment

أحدث أقدم