আল কোরআন ১০৮) সূরা কাওসার ( মক্কায় অবতীর্ণ ) আয়াত সংখাঃ ৩
إِنَّآ أَعْطَيْنَٰكَ ٱلْكَوْثَرَ
উচ্চারণঃ ইন্নাআ‘তাইনা-কাল কাওছার।
অর্থঃ নিশ্চয় আমি আপনাকে কাওসার দান করেছি।
সূরা কাওসার (الكوثر), আয়াত: ২
فَصَلِّ لِرَبِّكَ وَٱنْحَرْ
উচ্চারণঃ ফাসালিল লিরাব্বিকা ওয়ানহার।
অর্থঃ অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামায পড়ুন এবং কোরবানী করুন।
সূরা কাওসার (الكوثر), আয়াত: ৩
إِنَّ شَانِئَكَ هُوَ ٱلْأَبْتَرُ
উচ্চারণঃ ইন্না শা-নিআকা হুওয়াল আবতার।
অর্থঃ যে আপনার শত্রু, সেই তো লেজকাটা, নির্বংশ।
إرسال تعليق