আল কোরআন ৯৩) সূরা আশ-শামস ( মক্কায় অবতীর্ণ ) আয়াত সংখাঃ ১৫
সূরা আশ-শাম্স (الشّمس), আয়াত: ১
وَٱلشَّمْسِ وَضُحَىٰهَا
উচ্চারণঃ ওয়াশ শামছি ওয়াদু হা-হা-।
অর্থঃ শপথ সূর্যের ও তার কিরণের,
সূরা আশ-শাম্স (الشّمس), আয়াত: ২
وَٱلْقَمَرِ إِذَا تَلَىٰهَا
উচ্চারণঃ ওয়াল কামারি ইযা-তালা-হা-।
অর্থঃ শপথ চন্দ্রের যখন তা সূর্যের পশ্চাতে আসে,
সূরা আশ-শাম্স (الشّمس), আয়াত: ৩
وَٱلنَّهَارِ إِذَا جَلَّىٰهَا
উচ্চারণঃ ওয়ান্নাহা-রি ইযা জাল্লা-হা-।
অর্থঃ শপথ দিবসের যখন সে সূর্যকে প্রখরভাবে প্রকাশ করে,
সূরা আশ-শাম্স (الشّمس), আয়াত: ৪
وَٱلَّيْلِ إِذَا يَغْشَىٰهَا
উচ্চারণঃ ওয়াল্লাইলি ইযা-ইয়াগশা-হা-।
অর্থঃ শপথ রাত্রির যখন সে সূর্যকে আচ্ছাদিত করে,
সূরা আশ-শাম্স (الشّمس), আয়াত: ৫
وَٱلسَّمَآءِ وَمَا بَنَىٰهَا
উচ্চারণঃ ওয়াছ ছামাই ওয়ামা-বানা-হা-।
অর্থঃ শপথ আকাশের এবং যিনি তা নির্মাণ করেছেন, তাঁর।
সূরা আশ-শাম্স (الشّمس), আয়াত: ৬
وَٱلْأَرْضِ وَمَا طَحَىٰهَا
উচ্চারণঃ ওয়াল আরদিওয়ামা-তাহা-হা-।
অর্থঃ শপথ পৃথিবীর এবং যিনি তা বিস্তৃত করেছেন, তাঁর,
সূরা আশ-শাম্স (الشّمس), আয়াত: ৭
وَنَفْسٍ وَمَا سَوَّىٰهَا
উচ্চারণঃ ওয়া নাফছিওঁ ওয়া মা-ছাওওয়া-হা-।
অর্থঃ শপথ প্রাণের এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন, তাঁর,
সূরা আশ-শাম্স (الشّمس), আয়াত: ৮
فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَىٰهَا
উচ্চারণঃ ফাআলহামাহা-ফুজূরাহা-ওয়া তাকওয়া-হা-।
অর্থঃ অতঃপর তাকে তার অসৎকর্ম ও সৎকর্মের জ্ঞান দান করেছেন,
সূরা আশ-শাম্স (الشّمس), আয়াত: ৯
قَدْ أَفْلَحَ مَن زَكَّىٰهَا
উচ্চারণঃ কাদ আফলাহা মান ঝাক্কা-হা-।
অর্থঃ যে নিজেকে শুদ্ধ করে, সেই সফলকাম হয়।
সূরা আশ-শাম্স (الشّمس), আয়াত: ১০
وَقَدْ خَابَ مَن دَسَّىٰهَا
উচ্চারণঃ ওয়া কাদ খা-বা মান দাছ ছা-হা-।
অর্থঃ এবং যে নিজেকে কলুষিত করে, সে ব্যর্থ মনোরথ হয়।
সূরা আশ-শাম্স (الشّمس), আয়াত: ১১
كَذَّبَتْ ثَمُودُ بِطَغْوَىٰهَآ
উচ্চারণঃ কাযযাবাত ছামূদুবিতাগওয়া-হা।
অর্থঃ সামুদ সম্প্রদায় অবাধ্যতা বশতঃ মিথ্যারোপ করেছিল।
সূরা আশ-শাম্স (الشّمس), আয়াত: ১২
إِذِ ٱنۢبَعَثَ أَشْقَىٰهَا
উচ্চারণঃ ইযিম বা‘আছা আশকা-হা-।
অর্থঃ যখন তাদের সর্বাধিক হতভাগ্য ব্যক্তি তৎপর হয়ে উঠেছিল।
সূরা আশ-শাম্স (الشّمس), আয়াত: ১৩
فَقَالَ لَهُمْ رَسُولُ ٱللَّهِ نَاقَةَ ٱللَّهِ وَسُقْيَٰهَا
উচ্চারণঃ ফাকা-লা লাহুম রাছূলুল্লা-হি না-কাতাল্লা-হি ওয়া ছুকইয়া-হা-।
অর্থঃ অতঃপর আল্লাহর রসূল তাদেরকে বলেছিলেনঃ আল্লাহর উষ্ট্রী ও তাকে পানি পান করানোর ব্যাপারে সতর্ক থাক।
সূরা আশ-শাম্স (الشّمس), আয়াত: ১৪
فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُم بِذَنۢبِهِمْ فَسَوَّىٰهَا
উচ্চারণঃ ফাকাযযাবূহু ফা‘আকারূহা- ফাদামদামা ‘আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাছাওওয়াহা-।
অর্থঃ অতঃপর ওরা তার প্রতি মিথ্যারোপ করেছিল এবং উষ্ট্রীর পা কর্তন করেছিল। তাদের পাপের কারণে তাদের পালনকর্তা তাদের উপর ধ্বংস নাযিল করে একাকার করে দিলেন।
সূরা আশ-শাম্স (الشّمس), আয়াত: ১৫
وَلَا يَخَافُ عُقْبَٰهَا
উচ্চারণঃ ওয়ালা-ইয়াখা-ফু‘উকবা-হা-।
অর্থঃ আল্লাহ তা’আলা এই ধ্বংসের কোন বিরূপ পরিণতির আশংকা করেন না।
إرسال تعليق