আল কোরআন ৯৯)সূরা যিলযাল ( মদীনায় অবতীর্ণ ) আয়াত সংখাঃ ৮
সূরা যিলযাল (الزلزلة), আয়াত: ১
إِذَا زُلْزِلَتِ ٱلْأَرْضُ زِلْزَالَهَا
উচ্চারণঃ ইযা-ঝুলঝিলাতিল আরদুঝিলঝা-লাহা-।
অর্থঃ যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে,
সূরা যিলযাল (الزلزلة), আয়াত: ২
وَأَخْرَجَتِ ٱلْأَرْضُ أَثْقَالَهَا
উচ্চারণঃ ওয়া আখরাজাতিল আরদুআছকা-লাহা-।
অর্থঃ যখন সে তার বোঝা বের করে দেবে।
সূরা যিলযাল (الزلزلة), আয়াত: ৩
وَقَالَ ٱلْإِنسَٰنُ مَا لَهَا
উচ্চারণঃ ওয়া কা-লাল ইনছা-নুমা-লাহা-।
অর্থঃ এবং মানুষ বলবে, এর কি হল ?
সূরা যিলযাল (الزلزلة), আয়াত: ৪
يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا
উচ্চারণঃ ইয়াওমাইযিন তুহাদ্দিছু আখবা-রাহা-।
অর্থঃ সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে,
সূরা যিলযাল (الزلزلة), আয়াত: ৫
بِأَنَّ رَبَّكَ أَوْحَىٰ لَهَا
উচ্চারণঃ বিআন্না রাব্বাকা আওহা-লাহা-।
অর্থঃ কারণ, আপনার পালনকর্তা তাকে আদেশ করবেন।
সূরা যিলযাল (الزلزلة), আয়াত: ৬
يَوْمَئِذٍ يَصْدُرُ ٱلنَّاسُ أَشْتَاتًا لِّيُرَوْا۟ أَعْمَٰلَهُمْ
উচ্চারণঃ ইয়াওমাইযিইঁ ইয়াসদুরুন্না-ছুআশতা-তাল লিউউরাও আ‘মা-লাহুম।
অর্থঃ সেদিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয়।
সূরা যিলযাল (الزلزلة), আয়াত: ৭
فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُۥ
উচ্চারণঃ ফামাইঁ ইয়া‘মাল মিছকা-লা যাররাতিন খাইরাইঁ ইয়ারাহ।
অর্থঃ অতঃপর কেউ অণু পরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে
সূরা যিলযাল (الزلزلة), আয়াত: ৮
وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُۥ
উচ্চারণঃ ওয়া মাইঁ ইয়া‘মাল মিছকা-লা যাররাতিন শাররাইঁ ইয়ারাহ।
অর্থঃ এবং কেউ অণু পরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে।
Post a Comment