আল কোরআন  ১১৪) সূরা নাস ( মদীনায় অবতীর্ণ ) আয়াত সংখাঃ ৬

সূরা আন-নাস (الناس), আয়াত: ১

قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ

উচ্চারণঃ কুল আ‘ঊযুবিরাব্বিন্না-ছ,

অর্থঃ বলুন, আমি আশ্রয় গ্রহণ করিতেছি মানুষের পালনকর্তার,


সূরা আন-নাস (الناس), আয়াত: ২

مَلِكِ ٱلنَّاسِ

উচ্চারণঃ মালিকিন্না-ছ,

অর্থঃ মানুষের অধিপতির,

সূরা আন-নাস (الناس), আয়াত: ৩

إِلَٰهِ ٱلنَّاسِ

উচ্চারণঃ ইলা-হিন্না-ছ।

অর্থঃ মানুষের মা’বুদের

সূরা আন-নাস (الناس), আয়াত: ৪

مِن شَرِّ ٱلْوَسْوَاسِ ٱلْخَنَّاسِ

উচ্চারণঃ মিন শাররিল ওয়াছ ওয়া-ছিল খান্না-ছ।

অর্থঃ তার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দেয় ও আত্নগোপন করে,

সূরা আন-নাস (الناس), আয়াত: ৫

ٱلَّذِى يُوَسْوِسُ فِى صُدُورِ ٱلنَّاسِ

উচ্চারণঃ আল্লাযী ইউওয়াছবিছুফী সুদূরিন্নাছ-।

অর্থঃ যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে

সূরা আন-নাস (الناس), আয়াত: ৬

مِنَ ٱلْجِنَّةِ وَٱلنَّاسِ

উচ্চারণঃ মিনাল জিন্নাতি ওয়ান্না-ছ।

অর্থঃ জ্বিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে।


Post a Comment

Previous Post Next Post