আল কোরআন ৯৪) সূরা ইনশিরাহ ( মক্কায় অবতীর্ণ ) আয়াত সংখাঃ ৮


 সূরা আল ইনশিরাহ (الشرح), আয়াত: ১


أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ

উচ্চারণঃ আলাম নাশরাহলাকা সাদরাক।

অর্থঃ আমি কি আপনার বক্ষ উম্মুক্ত করে দেইনি?

সূরা আল ইনশিরাহ (الشرح), আয়াত: ২

وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ

উচ্চারণঃ ওয়া ওয়াদা‘না-‘আনকা বিঝরাক

অর্থঃ আমি লাঘব করেছি আপনার বোঝা,

সূরা আল ইনশিরাহ (الشرح), আয়াত: ৩

ٱلَّذِىٓ أَنقَضَ ظَهْرَكَ

উচ্চারণঃ আল্লাযীআনকাদা জাহরাক।

অর্থঃ যা ছিল আপনার জন্যে অতিশয় দুঃসহ।

সূরা আল ইনশিরাহ (الشرح), আয়াত: ৪

وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ

উচ্চারণঃ ওয়া রাফা‘না-লাকা যিকরাক।

অর্থঃ আমি আপনার আলোচনাকে সমুচ্চ করেছি।

সূরা আল ইনশিরাহ (الشرح), আয়াত: ৫

فَإِنَّ مَعَ ٱلْعُسْرِ يُسْرًا

উচ্চারণঃ ফাইন্না মা‘আল ‘উছরি ইউছরা-।

অর্থঃ নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।

সূরা আল ইনশিরাহ (الشرح), আয়াত: ৬

إِنَّ مَعَ ٱلْعُسْرِ يُسْرًا

উচ্চারণঃ ইন্না মা‘আল ‘উছরি ইউছরা-।

অর্থঃ নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।

সূরা আল ইনশিরাহ (الشرح), আয়াত: ৭

فَإِذَا فَرَغْتَ فَٱنصَبْ

উচ্চারণঃ ফাইযা-ফারাগতা ফানসাব।

অর্থঃ অতএব, যখন অবসর পান পরিশ্রম করুন।

সূরা আল ইনশিরাহ (الشرح), আয়াত: ৮

وَإِلَىٰ رَبِّكَ فَٱرْغَب

উচ্চারণঃ ওয়া ইলা- রাব্বিকা ফারগাব।

অর্থঃ এবং আপনার পালনকর্তার প্রতি মনোনিবেশ করুন।

Post a Comment

أحدث أقدم